Wednesday, July 30
Shadow

২০২৫ সালের প্রথমার্ধে পর্যটনের নতুন জোয়ার: হংকংয়ে পর্যটকের ঢল

২০২৫ সালের প্রথম ছয় মাসে হংকংয়ে পর্যটনের চিত্র যেন ফিরে পেয়েছে তার চিরচেনা গতি। হংকং ট্যুরিজম বোর্ডের সদ্য প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই শহরে প্রায় ২ কোটি ৪০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি।

এই উন্নতির পেছনে একাধিক কারণ রয়েছে, তবে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে চীনের মূল ভূখণ্ড থেকে পর্যটকদের আগমন। শুধুমাত্র জুন মাসেই হংকং সফর করেছেন ৩.৪৮ মিলিয়ন পর্যটক, যার মধ্যে ২.৬১ মিলিয়ন এসেছেন চীনের মূল ভূখণ্ড থেকে। বছরের প্রথমার্ধে মূল ভূখণ্ড চীন থেকে আগত পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ১৭.৮ মিলিয়ন, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।

আন্তর্জাতিক আগমনেও ঊর্ধ্বগতি

চীনের বাইরের দেশগুলো থেকেও পর্যটকের আগমন বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫.৮৪ মিলিয়ন।
স্বল্প দূরত্বের গন্তব্যগুলোর মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন থেকে এসেছে রেকর্ড সংখ্যক পর্যটক। অন্যদিকে, দীর্ঘ দূরত্বের গন্তব্যগুলোর মধ্যে অস্ট্রেলিয়া থেকেও আগমন ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।

গ্রীষ্মের টানে পর্যটন বোর্ডের নতুন উদ্যোগ

গ্রীষ্মকালীন ভ্রমণ এবং পর্যটকদের খরচ আরও বাড়াতে, হংকং ট্যুরিজম বোর্ড ২০২৫ সালে চালু করেছে একটি আকর্ষণীয় গ্রীষ্মকালীন প্রচারণা কর্মসূচি। এতে রয়েছে ১৫০টিরও বেশি উপহার ও অফার, যা শুধুমাত্র বিদেশি পর্যটকদের জন্য নয়, স্থানীয়দের জন্যও সমানভাবে উপভোগ্য।

এই প্রচারণা হংকংয়ের বিভিন্ন স্থানে পর্যটকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে। খাবার, কেনাকাটা, বিনোদন এবং সংস্কৃতিভিত্তিক অভিজ্ঞতার সংমিশ্রণ পর্যটকদের আকৃষ্ট করছে আরও দীর্ঘ সময় এখানে অবস্থানের জন্য।

ভবিষ্যতের সম্ভাবনা

যেভাবে ২০২৫ সালের প্রথমার্ধে পর্যটন খাতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তা হংকংয়ের অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থানের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা।
পর্যটনের ধারাবাহিক এ গতি বজায় থাকলে বছরের শেষ নাগাদ হংকংয়ে পর্যটকের সংখ্যা নতুন রেকর্ড ছুঁতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আফরিন মিম, সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *