
২০২৫ সালের প্রথমার্ধে পর্যটনের নতুন জোয়ার: হংকংয়ে পর্যটকের ঢল
২০২৫ সালের প্রথম ছয় মাসে হংকংয়ে পর্যটনের চিত্র যেন ফিরে পেয়েছে তার চিরচেনা গতি। হংকং ট্যুরিজম বোর্ডের সদ্য প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই শহরে প্রায় ২ কোটি ৪০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি।
এই উন্নতির পেছনে একাধিক কারণ রয়েছে, তবে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে চীনের মূল ভূখণ্ড থেকে পর্যটকদের আগমন। শুধুমাত্র জুন মাসেই হংকং সফর করেছেন ৩.৪৮ মিলিয়ন পর্যটক, যার মধ্যে ২.৬১ মিলিয়ন এসেছেন চীনের মূল ভূখণ্ড থেকে। বছরের প্রথমার্ধে মূল ভূখণ্ড চীন থেকে আগত পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ১৭.৮ মিলিয়ন, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।
আন্তর্জাতিক আগমনেও ঊর্ধ্বগতি
চীনের বাইরের দেশগুলো থেকেও পর্যটকের আগমন বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫.৮৪ মিলিয়ন।স্বল্প দূরত্বের গন...