Sunday, July 27
Shadow

তিনানীতে দোকানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান 

আনিছ আহমেদ, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও আহত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনআনি ব্রিজ পাড় সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ জন ব্যবসায়ী ও আহত ১জন শ্রমিকের হাতে, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এর পক্ষথেকে সহায়তার অর্থ বিতরণ করেন মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান।

এ সময় হাতিবান্ধা ইউনিয়নের আহত ১ জন শ্রমিককে ৫ হাজার টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫জন ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার করে মোট ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদান শেষে মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মো. লুৎফর রহমান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে

সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে ব্যাবসায়ী প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায়, ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হন। সাবেক এমপি মাহমুদুল হক রুবেল সাহেবের দৃষ্টিগোচর হলে দ্রুত সময়ের মধ্যে পরিদর্শন করেন। এবং তার পক্ষথেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে করে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা তাদের ব্যাবসায়ী প্রতিষ্ঠান দাড় করাতে সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জনাব, তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি। বিএনপি সবসময় জনগণের দুঃখ-কষ্টে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। 

সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহার আলী বেলাল, হাতিবান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মমতাজ উদ্দিন, মালিঝিকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রুবেলসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *