Friday, July 25
Shadow

‎বাংলাদেশের ইতিহাসে প্রথমবার: নাইজেরিয়ায় পাস্টর ক্রিসের হাতে যাজকত্ব লাভ করলেন বাংলাবিদ জন সাব্বির রানা

রহিম রানা, নোয়াপাড়া, যশোর : ‎নাইজেরিয়ার ‘Healing Streams Live Healing Services with Pastor Chris’ আয়োজনে বাংলাদেশের ইতিহাসে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নাগরিক হিসেবে পবিত্র যাজকত্ব লাভ করেছেন বাংলাবিদ জন সাব্বির রানা।

‎‎বিশ্বখ্যাত খ্রিষ্টান ধর্মপ্রচারক ও ঈশ্বরের দূত খ্যাত পাস্টর ক্রিসের মাধ্যমে সরাসরি যাজক হিসেবে অভিষিক্ত হয়েছেন তিনি। যা শুধু জন সাব্বির রানার নয়, বরং গোটা বাংলাদেশের জন্যই একটি আধ্যাত্মিক বিজয়ের মুহূর্ত।

‎‎জন সাব্বির রানা হলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য,  দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র স্টাফ করসপন্ডেন্ট ও ইংরেজি দৈনিক কান্ট্রি টুডে পত্রিকার যশোর জেলা সংবাদদাতা বিশিষ্ট সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা ও রূহানী চার্চ বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সেলিনা খাতুন নয়মীর জ্যেষ্ঠ পুত্র। 

২০১৮ সালে খুলনার ঐতিহ্যবাহী রূপসা বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ‍্যায়নকালে ইস্পাহানী মির্জাপুর-চ্যানেল আই আয়োজিত ‘বাংলাবিদ’ প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিজয়ী হয়ে আলোচনায় আসেন ২০০৭ সালের ১৬ জুন যশোরের মনিরামপুর উপজেলার খাকুনদি গ্রামে জন্ম নেওয়া মেধাবী এই তরুণ। বাংলাবিদ” একটি ইস্পাহানি মির্জাপুর কর্তৃক আয়োজিত একটি জাতীয় বাংলা ভাষার প্রতিযোগিতা। এটি মূলত শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান, উচ্চারণ, শব্দগঠন, সাহিত্য ও ব্যাকরণের সঠিক প্রয়োগের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়।

ছোট বেলা থেকেই ‎আধ্যাত্মিকতার পথে তার দৃঢ় অগ্রযাত্রার ফলেই আজ তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নাইজেরিয়ায় অংশ নিচ্ছেন বিশ্বব্যাপী বিশ্বাসীদের মহামিলনে। যাজকত্ব লাভের সেই ঐতিহাসিক মুহূর্তে জন সাব্বির রানা বলেন ‎অবশেষে, ঈশ্বরের মানুষ পাস্টর ক্রিস-এর মাধ্যমে আমি অভিষিক্ত হয়েছি। এটা আমার জীবনের এক হৃদয়স্পর্শী ও অলৌকিক মুহূর্ত। আমি সত্যিই ধন্য ও কৃতজ্ঞ।

‎‎অভিষেক অনুষ্ঠানে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা হাতে তুলে ধরেন এবং সারা বিশ্বের বিশ্বাসীদের সামনে দেশের শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নেন। এটি ছিল বাংলাদেশকে বিশ্ব আধ্যাত্মিক অঙ্গনে এক অনন্য মর্যাদায় তুলে ধরার একটি মুহূর্ত।

‎দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার চেয়ারম্যান কে.এম. মোজাপ্ফার হুসাইন বলেন, ‎বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ যে বিশ্বমঞ্চে আমাদের পরিচয়কে গর্বিত করছে, জন সাব্বির রানা তারই উজ্জ্বল উদাহরণ। পাস্টর ক্রিসের মতো বিশ্ববরেণ্য আধ্যাত্মিক নেতার হাত থেকে যাজকত্ব লাভ শুধু তার একক অর্জন নয় এটি গোটা জাতির জন্য এক সম্মান ও আত্মজাগরণের বার্তা। ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’ পরিবার এ ঐতিহাসিক মুহূর্তে গর্বিত, আনন্দিত ও অনুপ্রাণিত। জন সাব্বির রানা’র প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অশেষ আশীর্বাদ তার আধ্যাত্মিক যাত্রা যেন মানবতার কল্যাণে ঈশ্বরের আলো ছড়িয়ে দেয় বিশ্বের প্রতিটি কোণে।

‎‎বর্তমানে তিনি নাইজেরিয়ায় অবস্থান করছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের যাজকদের সঙ্গে একযোগে কাজ করে চলেছেন ঈশ্বরের বাণী ছড়িয়ে দিতে।

‎জন ‎সাব্বিরের এই যাজকত্বকে দেশের আধ্যাত্মিক অগ্রযাত্রার এক নতুন সূচনা হিসেবে দেখছেন অনেকেই। তাঁর এই অর্জনে অনুপ্রাণিত হবে আগামী প্রজন্মের অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *