
বাংলাদেশের ইতিহাসে প্রথমবার: নাইজেরিয়ায় পাস্টর ক্রিসের হাতে যাজকত্ব লাভ করলেন বাংলাবিদ জন সাব্বির রানা
রহিম রানা, নোয়াপাড়া, যশোর : নাইজেরিয়ার ‘Healing Streams Live Healing Services with Pastor Chris’ আয়োজনে বাংলাদেশের ইতিহাসে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নাগরিক হিসেবে পবিত্র যাজকত্ব লাভ করেছেন বাংলাবিদ জন সাব্বির রানা।
বিশ্বখ্যাত খ্রিষ্টান ধর্মপ্রচারক ও ঈশ্বরের দূত খ্যাত পাস্টর ক্রিসের মাধ্যমে সরাসরি যাজক হিসেবে অভিষিক্ত হয়েছেন তিনি। যা শুধু জন সাব্বির রানার নয়, বরং গোটা বাংলাদেশের জন্যই একটি আধ্যাত্মিক বিজয়ের মুহূর্ত।
জন সাব্বির রানা হলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র স্টাফ করসপন্ডেন্ট ও ইংরেজি দৈনিক কান্ট্রি টুডে পত্রিকার যশোর জেলা সংবাদদাতা বিশিষ্ট সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা ও রূহানী চার্চ বাংলাদেশ ট্রাস্...