Tuesday, July 22
Shadow

পূর্ব চীনে বিশ্ব যুব উন্নয়ন ফোরাম শুরু   

২০২৫ সালের বিশ্ব যুব উন্নয়ন ফোরাম মঙ্গলবার পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে শুরু হয়েছে। এতে ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৫০০ জন প্রতিনিধি এবং ১৭টি আন্তর্জাতিক সংস্থার সদস্যরা অংশ নিয়েছেন।

‘গ্লোবাল ডেভেলপমেন্টের জন্য যুব সম্ভাবনার বিকাশ’ শীর্ষক এই ফোরামে বিশ্বজুড়ে যুব বিষয়ক মন্ত্রী, যুব সংগঠনের নেতা এবং যুব প্রতিনিধি অংশগ্রহণ করছেন। এসময় তারা প্রযুক্তিগত উদ্ভাবন, সবুজ উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘২০২৫ গ্লোবাল যুব উন্নয়ন কর্মপরিকল্পনার ১০০টি শ্রেষ্ঠ উদ্যোগ’ প্রকাশ করা হয়।

জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা এবং চীনের প্রস্তাবিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ বাস্তবায়নে যুবসমাজের শক্তিকে ঐক্যবদ্ধ করতে এই ফোরাম একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

ফোরামটি অল-চায়না ইয়ুথ ফেডারেশন, চীনে জাতিসংঘ এবং ফোরামের আয়োজক কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে। এই ফোরামের প্রথম আয়োজন হয় ২০২২ সালে।

সূত্র: সিএমজি  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *