Monday, July 21
Shadow

বেইজিংয়ে তৃতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন প্রদর্শনী শুরু

‘অভিন্ন ভবিষ্যতের জন্য যুক্ত হোক বিশ্ব‘—এই প্রতিপাদ্যে চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে তৃতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো (সিআইএসসিই)। বুধবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে দেশি-বিদেশি প্রায় ১ হাজার ২০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

এবারের প্রদর্শনীতে ছয়টি প্রধান শিল্প চেইন উপস্থাপন করা হচ্ছে। এতে রয়েছে—উন্নত উৎপাদন শিল্প চেইন, পরিচ্ছন্ন জ্বালানি চেইন, স্মার্ট যানবাহন, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যকর জীবনধারা ও সবুজ কৃষি চেইন। 

এ ছাড়া রয়েছে একটি সাপ্লাই চেইন সেবা অঞ্চল, যেখানে শৃঙ্খল-সম্পর্কিত পরিসেবা ও সমাধান প্রদর্শন করা হবে।

এই বছর প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২৩০টিরও বেশি নতুন দেশি-বিদেশি অংশীদার, যারা ১০০টির বেশি নতুন পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবন উপস্থাপন করছেন। 

প্রদর্শনীতে ৭৫টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার ৬৫১টি প্রতিষ্ঠান ও কোম্পানি অংশ নিয়েছে, যার মধ্যে বিদেশি প্রদর্শকের সংখ্যা ৩৫ শতাংশ। প্রদর্শনী চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। 

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *