Friday, April 4
Shadow

ইরানের পরমাণু ইস্যু নিয়ে চীন-রাশিয়া-ইরান বৈঠক

চীন, রাশিয়া ও ইরান বেইজিংয়ে ইরানি পরমাণু ইস্যু নিয়ে বৈঠক করেছে। শুক্রবারের বৈঠকে সভাপতিত্ব করেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা চাওশু। এতে অংশ নেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সেইভিচ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং যৌথ সমন্বিত কর্মপরিকল্পনার অংশীদার হিসেবে চীন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানি পরমাণু ইস্যুর সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

২০১৫ সালে ইরান কয়েকটি প্রধান দেশের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করেছিল, যার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিতে নির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ করা হয়।

২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে ইরানও তার কিছু পরমাণু প্রতিশ্রুতি থেকে সরে আসে।

২০২১ সালের এপ্রিলে অস্ট্রিয়ার ভিয়েনায় যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু হয়। ২০২২ সালের আগস্টের পর থেকে এ নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণ এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতির কারণে ইরানি পরমাণু ইস্যু নিয়ে আলোচনা এখন আরও জরুরি হয়ে উঠেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *