Friday, April 11
Shadow

‘তাইওয়ান স্বাধীনতা’ চেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি চীনের মূল ভূখণ্ডের

যদি ‘তাইওয়ান স্বাধীনতা’পন্থী গোষ্ঠীগুলো উসকানি দেয়, চাপ প্রয়োগ করে বা সীমা অতিক্রম করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার চীনের মূল ভূখণ্ডের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ছেন বিনহুয়া এ হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণ এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ চীনের মূল নীতি। এটি তাইওয়ান প্রণালীর উভয় পাশে থাকা চীনা জনগণের জন্য সবচেয়ে ভালো পথ। পুনঃএকত্রীকরণের সম্ভাবনা ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

তবে তিনি সতর্ক করেন, বর্তমান পরিস্থিতি জটিল ও গুরুতর। ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) বিদেশি শক্তির সঙ্গে মিলে স্বাধীনতার চেষ্টা করছে।

ছেন বলেন, ‘আমরা আমাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং চীনের পুনঃএকত্রীকরণ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *