Friday, April 11
Shadow

থেমে নেই চীনের নতুন তথ্য অবকাঠামোর উন্নয়ন

চীনের নতুন তথ্য অবকাঠামো উন্নয়ন আগের চেয়েও দ্রুত এগোচ্ছে। সম্প্রতি দেশটিতে একটি সুপারকম্পিউটিং কেন্দ্র চালু হয়েছে এবং বুদ্ধিমান কম্পিউটিং নেটওয়ার্কের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে।

নতুন তথ্য অবকাঠামোর মধ্যে রয়েছে ৫জি ও ফাইবার ব্রডব্যান্ড নেটওয়ার্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইনের মতো প্রযুক্তিগত সুবিধা।

Supercomputer data stack connection

ছিংহাই প্রদেশে দুই বিলিয়ন ইউয়ান বিনিয়োগে একটি পরিবেশবান্ধব কম্পিউটিং কেন্দ্র চালু হয়েছে। এতে ১০ হাজারেরও বেশি জিপিইউ কম্পিউটিং অ্যাক্সেলারেটর চিপ রয়েছে।

এদিকে, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হামিতে কম্পিউটিং শক্তি, ভিডিও ও সম্প্রচার সংযোগকারী বুদ্ধিমান কম্পিউটিং নেটওয়ার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে।

সর্বশেষ তথ্যে দেখা গেছে, চীনের কম্পিউটিং কেন্দ্রগুলোতে ব্যবহৃত স্ট্যান্ডার্ড র‌্যকের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে এবং মোট কম্পিউটিং ক্ষমতা ২৮০ ই-ফ্লপসে পৌঁছেছে।

চীনর ২০টিরও বেশি প্রদেশ ও শহরে পরবর্তী প্রজন্মের ১০-গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্কের পাইলট প্রকল্পও চালু হয়েছে বলে জানালেন চীনের তথ্য শিল্প উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা ছেন লুপিং।

এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির অগ্রগতিও লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে নিবন্ধিত ২০০টির বেশি জেনারেটিভ এআই মডেল সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যেখানে ৬০ কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *