Saturday, July 5
Shadow

লিয়াওনিংয়ে এসসিও বন্ধুত্ব ফোরাম ও মৈত্রী শহর সম্মেলন শুরু

চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ে শুক্রবার শুরু হয়েছে ২০২৫ সালের শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) পিপল-টু-পিপল ফ্রেন্ডশিপ ফোরাম এবং ফোরাম অন ফ্রেন্ডশিপ সিটিজ।চীনের গণপরিষদের জাতীয় কমিটির উপসভাপতি এবং এসসিও’র গুড-নেইবারলিনেস, ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন কমিশনের চেয়ারপারসন শেন ইউয়েইউয়ে সম্মেলনে মূল বক্তব্য দেন। শেন বলেন, আমাদের শাংহাইচেতনাধরে রাখতে হবে, ঐক্য ও সহযোগিতার মনোভাব বজায় রাখতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে বন্ধুত্বের চেতনাকে এগিয়ে নিতে হবে।সর্বজনীন কল্যাণ, জয়-জয় ফলাফল ও অভিন্ন উন্নয়নের আহ্বান জানান তিনি এবং সব পক্ষকে উন্মুক্ততা ও অন্তর্ভুক্তিমূলক মনোভাব নিয়ে বিনিময় ও শেখার সুযোগ বাড়ানোর ওপর জোর দেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *