Saturday, July 5
Shadow

পাইকগাছা পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা অপসারণ সহ নানা পদক্ষেপ গ্রহণ 

পূর্ণ চন্দ্র মণ্ডল, পাইকগাছা : পাইকগাছা পৌরসভাস্থ সরল ৪ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিয়ন্ত্রণের লক্ষ্যে এলাকার পানি  নিষ্কাশনের পথগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা অপসারণ, অবৈধ দখলদারদের নোটিশ প্রদান ও সরকারি খাস খালের নির্ধারিত জায়গায় সীমানা পিলার স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সরলে কলেজ রোড সংলগ্ন খালুসহ পৌরসভার গুরুত্বপূর্ণ খালের সীমানা নির্ধারণ, পিলার স্থাপন, নোটিশ প্রদানের প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এছাড়া পৌর নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মেদ, সার্ভেয়ার, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাইকগাছা পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে ও খালের পানির অবাধ প্রবাহ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *