Sunday, July 6
Shadow

আফগান অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক ঘটনাকে স্বাগত জানিয়েছে চীন। শুক্রবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ মন্তব্য করেন।

রাশিয়ার পক্ষ থেকে আফগান অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাও বলেন, ‘আফগানিস্তান চীনের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ঐতিহ্যবাহী বন্ধু। চীন সবসময় বিশ্বাস করে—আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আফগানিস্তানকে বাদ দেওয়া উচিত নয়।’

মাওনিংবলেন, ‘আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করতে চায়চীন।’

তিনি আরও জানান, আফগানিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতিতেযে পরিবর্তনই আসুক না কেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কখনো ছিন্ন হয়নি।

চীন আফগান জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিতে অটল থাকবে এবং দেশটির সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিময় জোরদার করবে বলে জানান মুখপাত্র।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *