Thursday, March 27
Shadow

দক্ষিণ চীন সাগরের কার্বন সংরক্ষণ করছে যে তেল প্ল্যাটফর্ম

দক্ষিণ চীন সাগরের কেন্দ্রস্থলে শেনচৌ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আছে চীনের এনপিং ১৫-১ তেল উত্তোলন প্ল্যাটফর্ম। আকারের দিক থেকে এশিয়ার বৃহত্তম অফশোর তেল উত্তোলন কেন্দ্র। তবে এটি শুধু চীনের জ্বালানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না, একই সঙ্গে এটি দেশটির প্রথম অফশোর কার্বন ক্যাপচার ও কার্বন সংরক্ষণ প্রকল্পেরও অংশ। তেল উত্তোলনের পাশাপাশি পরিবেশ রক্ষায় যা স্থাপন করেছে নতুন দৃষ্টান্ত।

এনপিং ১৫-১ প্ল্যাটফর্ম পার্ল রিভার মাউথ বেসিনে অবস্থিত, যা তেল ও গ্যাসের সমৃদ্ধ অঞ্চল। এটি ৮০ মিটার গভীর পানিতে কাজ করে এবং প্রতিকূল আবহাওয়া, প্রবল বাতাস ও উঁচু ঢেউ মোকাবিলা করতে পারে। প্ল্যাটফর্মটি প্রতিদিন ৩০ হাজার ব্যারেলেরও বেশি তেল প্রক্রিয়াকরণের সক্ষমতা রাখে।

এই প্ল্যাটফর্মে কাজ করছেন চীনের শত শত প্রকৌশলী ও প্রযুক্তিবিদ, যারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও কার্যকরভাবে খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উন্নত ড্রিলিং প্রযুক্তি ব্যবহারের ফলে গভীর সাগরে নির্ভুল ও পরিবেশবান্ধবভাবে তেল উত্তোলন সম্ভব হচ্ছে।

এনপিং ১৫-১-এর অন্যতম বিশেষত্ব হলো কার্বন ক্যাপচার প্রকল্প। এটি শিল্প কারখানার নির্গত কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে সমুদ্রতলের ভূগর্ভস্থ স্তরে সংরক্ষণ করছে। এই উদ্যোগ বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি চীনের টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার প্রতিশ্রুতিকেও তুলে ধরে।

এই তেল উত্তোলন কেন্দ্র আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করে সাগরের পরিবেশগত প্রভাব পর্যবেক্ষণ করে, যাতে সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব কম পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *