Wednesday, July 23
Shadow

রোম থেকে ঢাকায় ফাহমিদুল, যোগ দিলেন জাতীয় দলের ক্যাম্পে

— ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ইতালি থেকে ঢাকায় ফিরলেন তরুণ মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম। সোমবার (২৭ মে) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোম থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি।

জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামী ৩০ মে থেকে। সেখানে যোগ দিতে বিমানবন্দরে নামার পর ফাহমিদুলকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল অফিসার। আনুষ্ঠানিকতা শেষে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় জাতীয় দলের টিম হোটেলে।

ইতালির চতুর্থ স্তরের লিগ থেকে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষা মাত্র ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন ইতালির সিরি ডি ক্লাব ওলবিয়া কালসিওতে। এর আগে তিনি লিগোরনা এবং লিভোরনো নামক ক্লাবেও খেলেছেন।
গত বছর ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পেও ছিলেন ফাহমিদুল। তবে শেষ পর্যন্ত কোচ হাভিয়ের কাবরেরার চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। সৌদি আরবের ট্রেনিং ক্যাম্প থেকে তাকে রেখেই দেশে ফেরে দল।

এবার সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ম্যাচের আগে নতুন করে ডাক পেয়েছেন তিনি। তরুণ এই মিডফিল্ডারের আশা, এবার তিনি মাঠে নামার সুযোগ পাবেন।

আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। তার প্রস্তুতি হিসেবেই ৪ জুন অনুষ্ঠিত হবে একটি প্রস্তুতি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ হবে ভুটান
ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, ভুটানের বিপক্ষে এই ম্যাচ কোচ কাবরেরার জন্য দল চূড়ান্ত করার শেষ সুযোগ হিসেবে কাজ করবে।

ভক্তদের মধ্যে রয়েছে চরম উত্তেজনা। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। গতকাল বিকেল ৪টায় বাফুফের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানানো হয়, কোনো টিকিট আর অবশিষ্ট নেই। একই ঘোষণা এসেছে টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান টিকিফাই-এর ওয়েবসাইট থেকেও, যেখানে ম্যাচের টিকিট স্ট্যাটাস দেওয়া হয়েছে ‘সোল্ড আউট’।

বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে এক ধরনের উৎসবের আবহ বিরাজ করছে। তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া দল ঘরের মাঠে কতটা কার্যকর পারফর্মেন্স দিতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *