Friday, July 25
Shadow

আত্মবিশ্বাসে ধাক্কা, পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টি সিরিজ হারার পর আত্মবিশ্বাসে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন কুমার দাসের নেতৃত্বে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারের তিক্ততা এখনও পিছু ছাড়েনি। সেই ধাক্কা সামলে এবার টাইগারদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—পাকিস্তান সফর।

আগামী বুধবার, ২৮ মে রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচ দিয়েই নতুন করে ঘুরে দাঁড়াতে চায় ফিল সিমন্সের শিষ্যরা। তবে ইনজুরি, ফর্ম এবং দলের ভারসাম্য নিয়ে নানা প্রশ্ন থাকায় ম্যাচের আগে সম্ভাব্য একাদশ ঘিরে তৈরি হয়েছে ভক্ত-সমর্থকদের বাড়তি আগ্রহ।

আরব আমিরাত সিরিজে ওপেনিংয়ে আলো ছড়িয়েছেন দুই তরুণ ব্যাটার—তানজিদ হাসান তামিমপারভেজ হোসেন ইমন। পাকিস্তানের বিপক্ষেও তাদের দিয়ে ইনিংস শুরু করানো হবে বলেই ধারণা করা হচ্ছে।
তিন নম্বরে নামবেন অধিনায়ক লিটন দাস, যার অভিজ্ঞতা ও ব্যাটিং দক্ষতা দলের বড় ভরসা।

চার থেকে ছয়ে যথাক্রমে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক এবং শামিম হোসেন পাটোয়ারি। এই তিনজনই গত কয়েক সিরিজে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। তারা দলের মিডল অর্ডারে ভারসাম্য এনে দিতে পারবেন বলে বিশ্বাস করছে টিম ম্যানেজমেন্ট।

সাত নম্বরে অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন মেহেদি হাসান মিরাজ অথবা শেখ মাহেদি হাসান—এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। দলের কন্ডিশন ও প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ দেখে ম্যাচের দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দলের একমাত্র লেগস্পিনার হিসেবে একাদশে নিশ্চিত জায়গা পাচ্ছেন তরুণ রিশাদ হোসেন। ইনজুরির কারণে বাইরে রয়েছেন নিয়মিত পেসার তাসকিন আহমেদমোস্তাফিজুর রহমান
এছাড়া সিরিজ শুরুর আগেই নাম প্রত্যাহার করেছেন উদীয়মান পেসার নাহিদ রানা। ফলে পেস আক্রমণের দায়িত্ব পড়েছে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদের ওপর।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

১. তানজিদ হাসান তামিম
২. পারভেজ হোসেন ইমন
৩. লিটন কুমার দাস (অধিনায়ক)
৪. তাওহীদ হৃদয়
৫. জাকের আলী অনিক
৬. শামিম হোসেন পাটোয়ারি
৭. মেহেদি হাসান মিরাজ / শেখ মাহেদি হাসান
৮. রিশাদ হোসেন
৯. শরিফুল ইসলাম
১০. তানজিম হাসান সাকিব
১১. হাসান মাহমুদ

এই ম্যাচ শুধু একটি সিরিজের সূচনা নয়, বরং বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ। পাকিস্তানের কন্ডিশন কঠিন হলেও সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টাইগাররা যে চমক দেখাতে পারে, তা অতীতে প্রমাণ করেছে।
নতুনদের ওপর ভরসা রেখে এবারও সেই আশায় বুক বাঁধছে কোটি ভক্ত-সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *