Thursday, May 29
Shadow

বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও বিএসপিএর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

মে ২২, ঢাকা: চীন ও বাংলাদেশের ক্রীড়া সহযোগিতা আরও বাড়াতে সমঝোতা স্বারক সাক্ষর করল বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব। বৃহস্পতিবার রাজধানীতে অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই সমঝোতা স্বারক সাক্ষর অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে যার যার সংগঠনের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর প্রেসিডেন্ট রেজওয়ান উজ জামান এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের অলিভিয়া ছু।

অনুষ্ঠানে বিএসপিএর সকল অতিথিকে স্বাগত জানিয়ে সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, এ সমঝোতা স্মারক সাক্ষর চীন ও বাংলাদেশের ক্রীড়া সহযোগিতার একটি নতুন পদক্ষেপ।আমরা আশা করি এ পদক্ষেপের মাধ্যমে আমরা আরও নতুন অনুষ্ঠান এবং নানা বিষয়ে সহযোগিতা করবো।

তিনি আরও বলেন, চীন সরকার দীর্ঘদিন ধরে ক্রীড়া উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দেন। চীনের খেলোয়াররা বিভিন্ন খেলায় বিশ্ব সুনাম অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশে চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ক্রীড়াকে অনেক গুরুত্ব দেন। দূতাবাস প্রতিবছর বিভিন্ন খেলার আয়োজন করছে। আর এ থেকে বুঝা যায় দূতাবাস খেলাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে।

বিএসপিএ প্রেসিডেন্ট রেজওয়ান উজ জামান বলেন, চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে এই সমঝোতা স্বারক  একটি মাইলফলক হয়ে থাকবে। চীনের সঙ্গে নানা ধরনের সম্পর্ক রয়েছে, স্পোর্টসেও আছে। অলিম্পিকে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে চীন। আমাদের দেশের খেলাধুলায় চীনের সহযোগিতা চাই আমরা।

তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা আরও  প্রশিক্ষিত হোক, যন্ত্রপাতিতে আরও স্বয়ংসম্পূর্ণ হবে। সেক্ষেত্রে আমরা চীনের সহযোগিতা চাই। আমরা জার্নালিজম কেন্দ্রিক আরও ওয়ার্কশপের আয়োজন করতে চাই। এতে করে সাংবাদিকতার পাশাপাশি চীন সম্পর্কে জানার সুযোগ পাবে। চায়না আসলে কেমন দেশ সেখানে না গেলে বোঝা যাবে না।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের সদস্যরা এবং সিএমজি বাংলার ঢাকা অফিসের সাংবাদিকরা।

অনুষ্ঠানে দুই সংগঠনের খেলাধুলার তথ্য ভাগাভাগির মাধ্যমে বাংলাদেশ ও চীনের মানুষের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি বাড়া্নো যায় সে বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

২০২৪ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ-চায়না মিডিয়া ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *