Sunday, May 25
Shadow

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন


এম এন আলী শিপলু, পাইকগাছা : পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা জেলা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছালে সিভিল সার্জন কে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান। পরিদর্শন কালে তিনি জরুরী বিভাগ, ডায়েট রুম, সংস্কারাধীন অপারেশন রুম, ভায়া রুম ও আউটডোর সেকশন ঘুরে ঘুরে দেখেন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয়  দিকনির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে সফরসঙ্গী ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো. রেজওয়ানুল হক। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা. সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডা. জহিরুল ইসলাম,  ডা. শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *