
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন
এম এন আলী শিপলু, পাইকগাছা : পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা জেলা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছালে সিভিল সার্জন কে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান। পরিদর্শন কালে তিনি জরুরী বিভাগ, ডায়েট রুম, সংস্কারাধীন অপারেশন রুম, ভায়া রুম ও আউটডোর সেকশন ঘুরে ঘুরে দেখেন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে সফরসঙ্গী ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো. রেজওয়ানুল হক। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা. সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট এ...