
মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া চীনের বাজারে তাদের এইচ২০ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের আরেকটি সংস্করণ আগামী দুই মাসের মধ্যে বাজারে আনতে যাচ্ছে। তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে।
দুটি সূত্র জানায়, চীনের প্রধান ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের ইতোমধ্যে এনভিডিয়া জানিয়েছে, কোম্পানিটি আগামী জুলাইয়ে সংশোধিত এইচ২০ চিপটি উন্মোচন করবে।
ওয়াশিংটনের পক্ষ থেকে উচ্চ প্রযুক্তির সেমিকন্ডাক্টর রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর চীনা বাজারে অবস্থান ধরে রাখতে এনভিডিয়ার এ পদক্ষেপকে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এইচ২০ ছিল চীনে বিক্রির জন্য অনুমোদিত এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী এআই চিপ। কিন্তু গত মাসে মার্কিন কর্মকর্তারা জানিয়ে দেন, এই চিপ রপ্তানির জন্য লাইসেন্স প্রয়োজন হবে, ফলে কার্যত এটি চীনে বিক্রি বন্ধ হয়ে যায়।
সূত্র জানায়, এনভিডিয়া নতুন কারিগরি সীমা নির্ধারণ করেছে, যার ভিত্তিতে চিপের নতুন নকশা তৈরি করা হচ্ছে। এতে মূল এইচ২০-এর তুলনায় মেমোরি ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
এ বিষয়ে এনভিডিয়া কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন বাণিজ্য বিভাগ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত এনভিডিয়ার মোট আয়ের প্রায় ১৭ বিলিয়ন ডলার এসেছিল চীন থেকে। চীনের গুরুত্ব তুলে ধরতে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং গত মাসে বেইজিং সফর করেন। সফরটি হয় মার্কিন প্রশাসনের নতুন রপ্তানি নিষেধাজ্ঞা ঘোষণার কয়েকদিন পরই।
চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হুয়াং এনভিডিয়ার জন্য চীনের বাজার কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন।
মার্কিন প্রশাসন ২০২২ সাল থেকে এনভিডিয়ার সর্বাধুনিক চিপ চীনে রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে আসছে, এর সম্ভাব্য সামরিক ব্যবহার নিয়ে উদ্বেগের কারণে।
২০২৩ সালের অক্টোবর থেকে এই নিয়ন্ত্রণ আরও কঠোর হয়, এবং তারপরই এনভিডিয়া এইচ২০ চিপটি বাজারে আনে।
রয়টার্স জানায়, চীনের টেক জায়ান্ট টেনসেন্ট, আলিবাবা ও টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সসহ অনেক প্রতিষ্ঠান এনভিডিয়ার এইচ২০ চিপের অর্ডার বাড়িয়েছে। চীনা স্টার্টআপ ডিপসিক-এর মতো প্রতিষ্ঠানগুলোও সাশ্রয়ী এআই মডেল তৈরিতে এই চিপ ব্যবহার করছে।
সূত্র: সিএমজি