
নিষেধাজ্ঞা মোকাবিলায় চীনের জন্য সংশোধিত চিপ আনছে এনভিডিয়া
মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া চীনের বাজারে তাদের এইচ২০ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের আরেকটি সংস্করণ আগামী দুই মাসের মধ্যে বাজারে আনতে যাচ্ছে। তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে।
দুটি সূত্র জানায়, চীনের প্রধান ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের ইতোমধ্যে এনভিডিয়া জানিয়েছে, কোম্পানিটি আগামী জুলাইয়ে সংশোধিত এইচ২০ চিপটি উন্মোচন করবে।
ওয়াশিংটনের পক্ষ থেকে উচ্চ প্রযুক্তির সেমিকন্ডাক্টর রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর চীনা বাজারে অবস্থান ধরে রাখতে এনভিডিয়ার এ পদক্ষেপকে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এইচ২০ ছিল চীনে বিক্রির জন্য অনুমোদিত এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী এআই চিপ। কিন্তু গত মাসে মার্কিন কর্মকর্তারা জানিয়ে দেন, এই চিপ রপ্তানির জন্য লাইসেন্স প্রয়োজন হবে, ফলে কার্যত এটি চীনে বিক্রি বন্ধ হয়ে যায়।
সূত্র জানা...