
গৌতম কুমার মহন্ত, নওগাঁ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী নওগাঁর পতিসর কাচারী বাড়িতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।৮ মে বৃহস্পতিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এদিন বিকেলে জেলার আত্রাই উপজেলার পতিসর কাচারী বাড়িতে এ আয়োজন করা হয়েছে।সাংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।এদিন বিকেলে কাচারী বাড়ির দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নওগাঁ সদর, রাণীনগর এবং আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।তিনদিন ব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানে কবি গুরুর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এ উপলক্ষে সেখানে গ্রামীণ রবীন্দ্র মেলা বাসানো হয়েছে। আত্রাই উপজেলার নিভৃত পল্লী পতিসর কাচারী বাড়ি সংলগ্ন নগর নদী। ইতিহাস থেকে জানা যায়,কবিগুরু জমিদারী প্রাপ্তীর পর ১৮৯১ সালের ১৫ জানুয়ারী প্রথম পতিসরে আসেন এবং তিনি ১৯৩৭ সাল পর্যন্ত নাগর নদী হয়ে বজরায় চড়ে নিয়মিত এই কুঠি বাড়িতে যাতায়াত করতেন। কবি গুরুর সর্বশেষ এখানে উপস্থিতি ঘটে ১৯৩৭ সালের ২৭ জুলাই।তিনি এখানে বসে বসে অসংখ্য বিখ্যাত কবিতা, গল্প এবং প্রবন্ধ রচনা করেছেন।