
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে রবিঠাকুরের ১৬৪ জন্মদিন পালিত
গৌতম কুমার মহন্ত, নওগাঁ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী নওগাঁর পতিসর কাচারী বাড়িতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।৮ মে বৃহস্পতিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এদিন বিকেলে জেলার আত্রাই উপজেলার পতিসর কাচারী বাড়িতে এ আয়োজন করা হয়েছে।সাংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।এদিন বিকেলে কাচারী বাড়ির দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া...