চীনা সংস্কৃতির মোহনীয়তা ও আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে দুইশো কবি ও কবিতাপ্রেমীর মিলনমেলায় শুরু হয়েছে ‘শতবর্ষী লাইলাক কাব্য মেলা ২০২৫’। শুক্রবার বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ ও বেইজিং সিছং জেলা পিপলস গর্ভরমেন্টের যৌথভাবে আয়োজন করেছে বার্ষিক এই কবিতা উৎসবের।ৎ

এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন বিভিন্ন বয়সের শিল্পীরা। আর এই আয়োজনে বিশ্বব্যাপী চীনা কবিতা সংগ্রহের উদ্যোগ শুরু করা হয়েছে।
এবারের উৎসবে আন্তর্জাতিক অতিথিদের জন্য সাংস্কৃতিক বিনিময়কে তুলে ধরতে তৈরি করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক এলাকা, যার মধ্যে রয়েছে সাহিত্য আড্ডা, আবৃত্তি কেন্দ্র এবং কবিতা ও সঙ্গীতের মিলনস্থল।
মরক্কোর এক কবি বলেন, ‘সাংস্কৃতিক বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন একে অপরের সংস্কৃতিকে বুঝি, তখন একে অপরের প্রতি বোঝাপড়াও গভীর হয়। চীন এখন বিভিন্ন দেশের সঙ্গে উন্মুক্ত হচ্ছে এখন শুধুমাত্র সংস্কৃতি নয় বিভিন্ন দিক থেকেই সহযোগিতা সম্ভব।
সূত্র: সিএমজি বাংলা