Friday, April 18
Shadow

রংপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, আসামিকে পুলিশে দিল জনতা

রংপুর সংবাদদাতা : রংপুরের পীরগাছায় ৯ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহবুবার রহমান নামের একজনকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


সোমবার রাতে উপজেলার ব্রাহ্মণীকুন্ডা বাজার থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশ দেয়।


জানা যায়, গত ২৬ মার্চ সকাল ১১টায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আপ্তাব উদ্দিন হাশিম গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা জানান, সেদিন তিনি কাপড় ধোয়ার জন্য পুকুরে যাওয়ার সময় মেয়েকে ঘরে রেখে যান। কিছুক্ষণ পর মেয়ের চিৎকার শুনে বাড়িতে ফিরে দেখেন মাহবুবার রহমান শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছেন। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাহবুবার পালিয়ে যান।


এরপর ভুক্তভোগীর পরিবার পীরগাছা থানায় মামলা করে। ঘটনার পর থেকে মাহবুবার পলাতক ছিলেন।


পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, মামলার তদন্ত চলাকালীন স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
ফজলুর রহমান ,রংপুর সংবাদদাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *