চীনের অনুদানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হচ্ছে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। দগ্ধ মুমূর্ষু রোগীদের চিকিৎসাসেবা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের কাজ এগিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৯৩ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানা গেছে। মোট বরাদ্দের মধ্যে চীনা অনুদান ৬৭ কোটি ৬৬ লাখ এবং সরকারি অর্থায়ন মাত্র ২৫ কোটি ৫০ লাখ টাকা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন গোয়াছিবাগান এলাকায় ২৮৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে হাসপাতালটি। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০৫ কোটি এবং চীনা অনুদান ১৭৯ কোটি ৮৩ লাখ টাকা।
চীন সরকারের সম্পূর্ণ অনুদান ও সহায়তায় চমেক হাসপাতালে ১৫০ শয্যার বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপিত হবে। বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য প্রয়োজনীয় সব ধরনের মেডিকেল যন্ত্রপাতি ও আসবাবপত্র চীন সরকার অনুদান সহায়তা হিসেবে দেবে।