Jul262025 by Ajker KagojNo Comments বৃত্তে বন্দি জীবন কবিতা, সাহিত্য হাসান মাহমুদ বৃত্তে বন্দি জীবন আমারচিত্ত উদাস উদাস,পরাণ আমার মুক্ত আকাশ—শিকলবন্দি বাস। মুক্ত আবাস খুঁজছি আমিশীত হাওয়ার দোল,যেমন থাকে পাকপাখালিযেমন মায়ের কোল।