Sunday, July 27
Shadow

Tag: সিনচিয়াং

সিনচিয়াংয়ে হয়ে গেল আন্তর্জাতিক স্নাইপার প্রতিযোগিতা

সিনচিয়াংয়ে হয়ে গেল আন্তর্জাতিক স্নাইপার প্রতিযোগিতা

বিদেশের খবর
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমছিতে হয়ে গেল আন্তর্জাতিক স্নাইপার প্রতিযোগিতা ‘শার্প ব্লেড-২০২৫’। বিশ্বের ২০টিরও বেশি দেশের পেশাদার স্নাইপাররা প্রতিযোগিতায় লড়েছেন চারটি ভিন্ন ইভেন্টে। চীনের সশস্ত্র পুলিশ বাহিনী এই প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে পিপলস লিবারেশন আর্মি ও সশস্ত্র পুলিশ বাহিনীর ১২টি দলও অংশ নেয়। ‘নদী পার হওয়ার সময় আক্রমণ’ নামের একটি ইভেন্টে স্নাইপারদের ভূমিকাটা ছিল এমন—শত্রুপক্ষ সমুদ্রতীরে নামার মুহূর্তে তাদের স্থায়ী অবস্থান গড়ে তোলার আগেই স্নাইপারদের দ্রুত হামলা চালাতে হবে। এতে অংশগ্রহণকারীদের ৩০ সেকেন্ডের মধ্যে পাঁচটি লক্ষ্যবস্তুতে গুলি চালাতে হয়। চীনা স্নাইপার খাং খাইনিং জানালেন, ‘এটি মূলত একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা, নিজের জন্য একটি চ্যালেঞ্জ। সময় তুলনামূলকভাবে কম, এবং লক্ষ্যবস্তুগুলো থাকে বিভিন্ন দূরত্বে। এর মানে হলো ...