
সাংবাদিকের উপর হামলা: ডিআইইউসাসের নিন্দা
মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) কার্যকরী সদস্য ও বাংলানিউজ২৪ ডটকম-এর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহম্মেদের উপর হামলা ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২২ জুলাই) ডিআইইউসাস-এর সভাপতি কালাম মুহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের উপর এ ধরনের বর্বর ও কাপুরুষোচিত হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয় বরং গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।” বিবৃতিতে তারা আরও বলেন, “আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।” জানা যায়, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর রামপুরা কাঁচাবাজার সংলগ্ন দারুল আহম্মেদ হাসপাতালে রোগীদের সঙ্গে আর্থিক প্রত...