
একনজরে চীনের যত উন্নত যুদ্ধবিমান এবং জে-৭ যে কারণে এখন বাতিলের খাতায়
সাম্প্রতিক বছরগুলোতে চীন তার আকাশযুদ্ধ সক্ষমতাকে ব্যাপকভাবে উন্নত করেছে, এবং বৈশ্বিক সামরিক বিমান শক্তির একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (PLAAF) পুরনো ও ঐতিহ্যবাহী যুদ্ধবিমান থেকে সরে এসে আধুনিক প্রযুক্তিনির্ভর, স্টেলথ সুবিধাসম্পন্ন ও উন্নত অস্ত্রবাহী নতুন প্রজন্মের বিমানবহর গড়ে তুলেছে। এই রূপান্তরের মূল কেন্দ্রবিন্দু হলো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যার মধ্যে উল্লেখযোগ্য হলো চেংদু জে-২০। পাশাপাশি উন্নয়ন হয়েছে এফসি-৩১, জে-১৬ ও জে-১০সি-এর মতো উচ্চক্ষমতার বিমানগুলোরও। এই আধুনিকীকরণের অংশ হিসেবে পুরনো ও অপ্রাসঙ্গিক হয়ে পড়া মডেলগুলো অবসর দেওয়া হচ্ছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চেংদু জে-৭।
চীনের উন্নত যুদ্ধবিমানের উত্থান
গত দুই দশকে চীন তার বিমানবাহিনী আধুনিকীকরণের প্রতি ব্যাপক গুরুত্ব দিয়েছে। এই পরিবর্তনের প...