
রাষ্ট্রীয় সফরে লন্ডনে ফ্রান্সের প্রেসিডেন্টম্যাক্রোঁ, চাইলেন গাজা ও ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা
ব্রেক্সিট পরবর্তী সময়ে প্রথম ইউরোপীয় নেতা হিসেবে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (৯ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টে বিরল ভাষণে তিনি গাজায় যুদ্ধবিরতি এবং ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন।
তিন দিনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণে। সফরের শুরুতে রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন ম্যাক্রোঁকে স্বাগত জানান। পরে রাজকীয় শোভাযাত্রায় ঘোড়ার গাড়িতে করে তাঁরা উইন্ডসর ক্যাসেলে যান।
এরপর ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স ও যুক্তরাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে ইউরোপের প্রতিরক্ষা, অভিবাসন, জলবায়ু এবং বাণিজ্য খাতে। তার ভাষায়, “যুক্তরাজ্য ও ফ্রান্সকে আবারও প্রমাণ করতে হবে যে, আমাদের মৈত্রী বিশ্বের জন্য ...