Saturday, July 26
Shadow

Tag: মোহাম্মাদ (সাঃ)

প্রশ্নঃ সূরা ফাতিহা আল্লাহর বানী নাকি মোহাম্মাদ (সাঃ) এর নিজের কথা?

প্রশ্নঃ সূরা ফাতিহা আল্লাহর বানী নাকি মোহাম্মাদ (সাঃ) এর নিজের কথা?

ইসলাম, ফিচার
উত্তরঃ এই প্রশ্নের উত্তর দেয়ার আগে জেনে নেয়া যাক ওহী কী? ওহী হল আল্লাহর বানী যা আল্লাহ্‌ মানুষের কল্যাণের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তাঁর মনোনীত বান্দার কাছে। এই মনোনীত বান্দারা বাকী সকল মানুষের মাঝে সেই বার্তা পৌছে দেন। এই সকল মনোনীত বান্দারাই হল নবী ও রাসুল। এই ওহীর একটি হল কোরআন যা মোহাম্মাদ (সাঃ) এর উপর আল্লাহ্‌ নাযিল করেছেন। আরো একটি ওহী আছে, তা হল মোহাম্মাদ (সাঃ) এর বানী যা সাহহী হাদিস হিসাবে আমরা পাই। এখন রাসুল (সা) এর বানী ওহী হল কীভাবে? এটা জানা দরকার। পবিত্র কোরআনের ৫৩ নং সূরা, আল-নাজমে আয়াত – ২ ও ৩, আল্লাহ্‌ বলেনঃ- “তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় বিপদ্গামি ও নয়। আর তিনি মনগড়া কথা বলেন না”। এখানে প্রথম আয়াতে আরবি শব্দ ‘সহিবুকুম’ বাংলা অর্থ ‘তোমাদের বন্ধু’ এই শব্দ দ্বারা রাসুল (সাঃ) কে বুঝান হয়েছে এবং করাইশদের সম্বোধন করা হয়েছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ্‌ করা...