
শ্রীবরদীতে সাংবাদিকের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
আনিছ আহমেদ, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে কর্মরত কাজী আবু সাইদ দিনারের নামে দায়ের করা মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শ্রীবরদী উপজেলা সদরের মেইন সড়কে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আধঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঞ্জরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল,মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,সিনিয়র সাংবাদিক এমআরটি মিন্টু, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ। বক্তার বলেন, গত ২৫ এপ্রিল শুক্রবার বিকালে রানিশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মাসুম বিল্লাহ ও ইউছুব মিয়ার মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে দু্'পক্ষের ম...