
মহাবিশ্বের আয়ুষ্কাল ৩৩.৩ বিলিয়ন বছর, আবার ফিরে যাবে এক বিন্দুতে: দাবি গবেষকদের
মহাবিশ্ব হয়তো চিরকাল বিস্তৃত হতে থাকবে না, যেমনটা বিজ্ঞানীরা আগে ভেবেছিলেন। পৃথিবীর সবচেয়ে বড় দুটি জ্যোতির্বিজ্ঞান গবেষণা প্রকল্প — ডার্ক এনার্জি সার্ভে (DES) এবং ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট (DESI) — থেকে পাওয়া নতুন তথ্য বলছে, ‘ডার্ক এনার্জি’ নামে পরিচিত সেই রহস্যময় শক্তি হয়তো পরিবর্তিত হচ্ছে।
এই পরিবর্তন যদি সত্য হয়, তাহলে এর ফলাফল হতে পারে মারাত্মক। অর্থাৎ, মহাবিশ্ব হয়তো চিরদিনের জন্য বিস্তৃত হবে না, বরং এক সময় তা সংকুচিত হতে শুরু করবে। বিজ্ঞানীরা এখন বিশ্বাস করছেন, সম্পূর্ণ উল্টো একটি প্রক্রিয়া আগামী ১০ বিলিয়ন (১০০০ কোটি) বছরের মধ্যেই শুরু হতে পারে, যার শেষ হবে ‘বিগ ক্রাঞ্চ’ নামে পরিচিত একটি মহা-সংকোচনের মাধ্যমে।
এই সিদ্ধান্ত এসেছে এক নতুন তাত্ত্বিক গবেষণা থেকে, যা এখনো প্রাক-প্রকাশিত পর্যায়ে রয়েছে এবং পিয়ার রিভিউয়ের (সহকর্মী যাচাই) অপেক্ষায় আছে। এ...