
প্রফেসর ড. সলিমুল্লাহ খানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ
ইসমাইল ইমন, চট্টগ্রাম : প্রথিতযশা চিন্তাবিদ, লেখক ও বুদ্ধিজীবী প্রফেসর ড. সলিমুল্লাহ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে শিক্ষার প্রসার ও শিশুস্বাস্থ্য উন্নয়নে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেছেন।
মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। এ সময় মেয়র চসিকের উদ্যোগে প্রবন্ধ ও গবেষণায় বিশেষ অবদানের জন্য প্রফেসর ড. সলিমুল্লাহ খানকে প্রদত্ত “অমর একুশে স্মারক সম্মাননা পদক ও পুরস্কার” হস্তান্তর করেন।
সাক্ষাতে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামবাসীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে চসিক স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে এবং শিক্ষা খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। আমি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশে প্রথমবারের মতো চসিক পরিচালিত স্কুলসমূহে ‘স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড’ চাল...