জোয়ার-ভাটার সঙ্গে ওদের জীবন গাথা
কার্ত্তিক দাস-নড়াইল: নদী পথে নড়াইল থেকে খুলনার দূরত্ব ৫০ মাইল । এই পথেই নড়াইল থেকে খুলনায় পৌছাতে ১৬টি জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হয় । একটি ভাটা চলে গেলে পরের ভাটা আসার অপেক্ষায় বসে থাকতে হয় নদীর মধ্যে । নিদারুন কষ্টের মধ্যে ১৬টি দিন নদীতেই কাটাতে হয় । খাওয়া-দাওয়া ছাড়া্ বাহ্যিক কাজগুলোও সেরে নিতে হয় নদীতেই । এমন মানবেতর কথাগুলো বললেন নড়াইল থেকে খুলনায় নদী পথে বাশ বয়ে নেওয়া বাদশা মিয়া ।
বাদশার বাড়ি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ফেদি গ্রামে । শুধু বাদশা মিয়াই নয় । এমন দূর্বিসহ অভিজ্ঞতা একই ইউনিয়নের চালিতাতলা গ্রামের টুলু মোল্যা,মহিষখোলা গ্রামের বাবু শেখেরও রয়েছে । তারা বলেন,২০ বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত । তাদের জীবনটা মনে হয় জোয়ার-ভাটার সঙ্গে গাথা । আমাদের মত প্রায় শতাধিক মানুষ খুলনায় বাশ আনা নেওয়া কাজ জড়িত ।
জানতে চাইলে বাদশা মিয়া বলেন,প্রতি ...