
দিল্লিতে জয়ের মায়ের সঙ্গে ঈদ: পলাতক আওয়ামী নেতাদের বৈঠক
ক্ষমতা হারানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ঈদ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ৬ জুন শুক্রবার তিনি ভারতে আসেন এবং পরদিনই ছিল কোরবানির ঈদ। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র এবং সেখানে পালিয়ে থাকা আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসির বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে জয় দিল্লিতে তার মায়ের সঙ্গেই অবস্থান করছেন। সূত্রগুলো বলছে, তার এই সফরটি মূলত পারিবারিক, তবে এর রাজনৈতিক তাৎপর্যও আছে।
এদিকে কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা দারুণভাবে আশাবাদী হয়ে উঠেছেন। তাদের বিশ্বাস, বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। আর এমন পরিস্থিতিতে কী ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে, তা নিয়েই কলকাতার পলাতক নেতাদের মধ্যে চলছে তুমুল আলোচনা।
বিশেষ করে নিউ টাউনের আশেপাশে ...