
জুলাই প্রকল্পে দুর্নীতি ও লুটপাট, ২৫ লাখ টাকার লিফট হয়েছে প্রায় ১ কোটি টাকা
জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আবাসন সুবিধা দেওয়ার জন্য ‘৩৬ জুলাই’ নামে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। তবে কোনো নিয়মনীতি না মেনে, তড়িঘড়ি করে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা চলছে। এই প্রকল্পে প্রতিটি উপাদান কেনার ক্ষেত্রে খরচ দেখানো হয়েছে প্রকৃত মূল্যের তুলনায় অনেক বেশি—সর্বনিম্ন আড়াই গুণ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫ গুণ পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের কেনাকাটায় অনিয়মের মাত্রা যেন বিখ্যাত ‘বালিশ কাণ্ড’-কেও ছাড়িয়ে যাচ্ছে।
প্রস্তাবিত প্রকল্পের প্রতিটি ধাপে ও প্রতিটি উপকরণে রয়েছে ভয়াবহ অনিয়ম ও অস্বাভাবিক ব্যয়। সংশ্লিষ্টদের মতে, বিগত সরকারের সময়ে যেভাবে প্রকল্পের আড়ালে দুর্নীতি ও লুটপাট হয়েছে, ঠিক সেই পুরোনো ‘ভূত’ যেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ফিরে এসেছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ৭৬১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘৩৬ জুলাই’ ন...