
ঝুঁকিপূর্ণ জবির রফিক ভবন, খসে পড়ছে ছাঁদ ও দেয়ালের আবরণ
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রফিক ভবনের ছাঁদ ও দেয়ালের আবরনের একাংশ খসে পড়ছে যত্রতত্র। কোথাও কোথাও ছাঁদের কার্নিশ ভেঙে ঝুলে পড়েছে। জরাজীর্ণ ভবনের বেহাল দশা দীর্ঘদিন ধরে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে শিক্ষক-শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন তারা।
বুধবার (২৩ জুলাই) রফিক ভবনের ছাঁদ খসে পড়েছে সিঁড়িতে। অল্পের জন্য গায়ে পড়েনি এক শিক্ষার্থীর।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে থাকে। বৃষ্টি হলে পানি পড়ে চারতলায়। শ্রেণি কক্ষের ফ্যানের সংকট সহ বিভিন্ন সমস্যার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান তারা৷
ছাঁদের আবরণ খসে পড়ার সময় প্রত্যক্ষদর্শী হারুনর রশীদ নয়ন বলেন, "আমরা ক্লাস শেষ করে সিঁড়ি দিয়ে নিচে নামিতেছিল। তিনতলায় মাঝের সিঁড়ি আসতেই উপর থেকে ছাঁদের আস্তর খসে পড়েছে। একটুর জন্য আমাদের শরীরে পড়েনি৷"
...