
খুলনায় ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কারাগারে
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার (২১ মে) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আল আমিন এ নির্দেশ প্রদান করেন। এর আগে সাবেক কাউন্সিলর পিন্টু খালিশপুর থানা বিএনপি অফিস ভাংচুর ও মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।আদালতের সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৪ টা থেকে ৫ টার মধ্যে আগ্নেয়াস্ত্র, হকিস্টিক, রামদা, লোহার রড এবং লাঠি নিয়ে আসামি তালুকদার আব্দুল খালেক ও সাবেক এমপি এস এম কামালের নির্দেশে ওই দিন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপি অফিস লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পরপর পিস্তল দিয়ে গুলি করতে থাকে। বোমা এবং গুলির বিকট শব্দে আশপাশের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে ওই এলাকা থেকে দৌড়ে পালাতে থাকে।এরপর আওয়ামী লীগের নেতৃবৃন্দ...