
যশোরে ছোট ভাইয়ের হাতে বিএনপি নেতা খুন, গ্রেফতার ৩
জেমস আব্দুর রহিম রানা, যশোর : যশোরের মনিরামপুর উপজেলায় পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নান (৫৫)। গত শনিবার বিকেলে গুরুতর জখম হওয়ার পর রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের এজহার মোড়লের ছেলে এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ছোট ভাই আব্দুল হান্নানের সঙ্গে তার বিরোধ চলছিল। গত শনিবার বিকেলে এই বিরোধের জেরে হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।
মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি ও হরিহরনগর ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার জানান, মান্...