Tuesday, July 22
Shadow

Tag: কচ্ছপ

সানশার জলে সামুদ্রিক কচ্ছপের রেকর্ড সংখ্যক বাসা

সানশার জলে সামুদ্রিক কচ্ছপের রেকর্ড সংখ্যক বাসা

বিদেশের খবর
চলতি বছরের শুরু থেকে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানশা শহরের জলভাগে প্রায় ১০০টি সামুদ্রিক কচ্ছপের বাসা পাওয়া গেছে। চীনের জাতীয় প্রথম শ্রেণির সুরক্ষা নীতির আরও রয়েছে এই সামুদ্রিক কচ্ছপগুলো। ২০০৭ সালে চীনা সরকার আনুষ্ঠানিকভাবে সিশার ইয়ংশিং দ্বীপে সানশা শহর প্রতিষ্ঠা করে। এই শহরের আওতাধীন রয়েছে সিশা, চোংশা এবং নানশা দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন জলাশয়। সিশার সমুদ্র এলাকায় সবুজ সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার মৌসুম চলছে। সম্প্রতি টহল কর্মকর্তারা সিশা দ্বীপপুঞ্জের পেইতাও দ্বীপে কচ্ছপগুলোর ডিম পাড়ার জায়গা খুঁজে পেয়েছেন। পেইতাও দ্বীপটি চীনে সবুজ সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার সবচেয়ে বড় প্রাকৃতিক স্থান। এই বছর এখানে প্রায় ১০০টি বাসা পাওয়া গেছে। সিশা উপকূলীয় সম্প্রদায়ের টহলদার চোং চিয়াংথাও বলেন, ‘বর্তমানে এখানে সামুদ্রিক কচ্ছপের ডিমের চারটি বাসা রয়েছে। সামুদ্রিক কচ্ছপের ইনকিউবেশন সম...