Monday, July 28
Shadow

Tag: এশিয়া কাপ ২০২৫

২০২৫-এর এশিয়া কাপে ‘ক্রিকেটের সেতুবন্ধনের শক্তির স্মারক’, বললেন এসিসি প্রেসিডেন্ট

২০২৫-এর এশিয়া কাপে ‘ক্রিকেটের সেতুবন্ধনের শক্তির স্মারক’, বললেন এসিসি প্রেসিডেন্ট

খেলা
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) শনিবার ঘোষণা করেছে যে, ACC মেন’স টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে (UAE) ৯ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। এই টুর্নামেন্টটি এশিয়ার শীর্ষ দলগুলোকে একত্র করবে এশীয় ক্রিকেটের এক উদযাপনে, যা শেষ হবে একটি অবিস্মরণীয় ক্রীড়া প্রদর্শনীর মাধ্যমে— এমনটাই বলা হয়েছে ACC-এর এক বিজ্ঞপ্তিতে। ACC প্রেসিডেন্ট মোহসিন নকভি বলেন, “২০২৫ সালের ACC মেন’স টি-টোয়েন্টি এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার মাধ্যমে এশিয়ার নানা প্রান্ত থেকে আসা ভক্তরা একত্র হতে পারবেন এমন এক পরিবেশে, যা আমাদের অঞ্চলের অসাধারণ বৈচিত্র্যকে প্রতিফলিত করে। যখন দর্শকরা মাঠে জমায়েত হবে এই টুর্নামেন্টের স্মরণীয় লড়াইগুলো উপভোগ করতে, তখন এটি হবে ক্রিকেটের সেতুবন্ধন গড়ার শক্তির এক দারুণ স্মারক।” ACC মেন’স টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫-এ অংশ নেবে ৮টি দল, যা আগের...