Monday, July 28
Shadow

২০২৫-এর এশিয়া কাপে ‘ক্রিকেটের সেতুবন্ধনের শক্তির স্মারক’, বললেন এসিসি প্রেসিডেন্ট

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) শনিবার ঘোষণা করেছে যে, ACC মেন’স টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে (UAE) ৯ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

এই টুর্নামেন্টটি এশিয়ার শীর্ষ দলগুলোকে একত্র করবে এশীয় ক্রিকেটের এক উদযাপনে, যা শেষ হবে একটি অবিস্মরণীয় ক্রীড়া প্রদর্শনীর মাধ্যমে— এমনটাই বলা হয়েছে ACC-এর এক বিজ্ঞপ্তিতে।

ACC প্রেসিডেন্ট মোহসিন নকভি বলেন, “২০২৫ সালের ACC মেন’স টি-টোয়েন্টি এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার মাধ্যমে এশিয়ার নানা প্রান্ত থেকে আসা ভক্তরা একত্র হতে পারবেন এমন এক পরিবেশে, যা আমাদের অঞ্চলের অসাধারণ বৈচিত্র্যকে প্রতিফলিত করে। যখন দর্শকরা মাঠে জমায়েত হবে এই টুর্নামেন্টের স্মরণীয় লড়াইগুলো উপভোগ করতে, তখন এটি হবে ক্রিকেটের সেতুবন্ধন গড়ার শক্তির এক দারুণ স্মারক।”

ACC মেন’স টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫-এ অংশ নেবে ৮টি দল, যা আগের ৬ দলের তুলনায় বেশি, এবং এটি উদীয়মান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য আরও বড় প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করবে।

“ACC মেন’স টি-টোয়েন্টি এশিয়া কাপ হলো এশীয় ক্রিকেটের প্রধানতম আসর, এবং আমরা গর্বিত যে এবার একটি সম্প্রসারিত প্ল্যাটফর্ম উপস্থাপন করছি,” নকভি আরও বলেন, “এই বছর ACC-এর অভিযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এশিয়ার ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ এক উন্নয়ন চিহ্নিত করছে। অতিরিক্ত দলসমূহের অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা দেখছি খেলাটির সীমানা ছড়িয়ে পড়ছে, ভৌগোলিকভাবেও এবং প্রতিযোগিতার দিক থেকেও। এটি হবে সর্বোত্তম এশিয়া কাপ।”

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আফগানিস্তান ও হংকং-এর মধ্যে, ৯ সেপ্টেম্বর।
ভারত তাদের অভিযান শুরু করবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১০ সেপ্টেম্বর, এবং প্রতীক্ষিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি নির্ধারিত রয়েছে ১৪ সেপ্টেম্বর।

ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে, ১৯ সেপ্টেম্বর।
গ্রুপ পর্ব শেষে টুর্নামেন্ট যাবে সুপার ফোর পর্বে, যেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ালিফাই করবে।
ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান রয়েছে গ্রুপ ‘এ’-তে,
অন্যদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং রয়েছে গ্রুপ ‘বি’-তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *