Sunday, July 27
Shadow

Tag: ইউনিয়ন পরিষদের সেবা

আমতলীতে ত্রিশ বছর পর ফিরেছে ইউনিয়ন পরিষদের সেবা

আমতলীতে ত্রিশ বছর পর ফিরেছে ইউনিয়ন পরিষদের সেবা

বরগুনা, বরিশাল, বাংলাদেশ
মোঃ রাজু, আমতলী বরগুনা : প্রায় ত্রিশ বছরের রেওয়াজ ভেঙ্গে হঠাৎ করেই বিলুপ্ত হয়েছে আমতলী উপজেলা শহরে গড়ে তোলা অস্থায়ী ইউনিয়ন পরিষদের কার্যালয়। চালু হয়েছে ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনে সেবা কার্যক্রম। মাত্র দেড় মাস সমযের মধ্যে আমতলী পৌরসভার হোল্ডিং ট্যাক্স, পানি, ট্রেডলাইসেন্স, নিজস্ব ওয়েব সাইট চালু, বিভিন্ন ধরনের সনদ প্রদানসহ ৪৫টি সেবা কার্যক্রম ডিজিটালের কাজ শরু করে তা বাস্তবায়ন করছেন। এসব দুঃসাহসী কার্যক্রম গ্রহণ করেছেন আমতলী উপজেলায় সদ্য যোগদান করা ইউএনও মো. রোকনুজ্জামান খান তিনি আমতলী পৌরসভা ও পরিষদের প্রশাসকও।  ইউএনও রোকনুজ্জামান খান যোগদানের স্বল্প সময়ের মধ্যেই স্থাপন করেছেন অস্থায়ী ডাম্পিং স্টেশন, পৌর ভবনে ব্যাংক, চালু করেছেন- ইউনিফরমসহ পৌর পুলিশিং, পানি সরবরাহের অকেজো পাম্প ও অন্যান্য যন্ত্রাংশ মেরামত করে পানি সেবা নির্বিঘ্ন করেছেন এবং পানির স্থায়ী সমস্যা নিরসনে নত...