
আহমেদ বিশালের ৩টি কবিতা
গোধুলি ক্ষনের কাব্য
গোধুলি মেখেছে সোনালী ধুলো
রূপে যেনো নেই কমতি তাহার,
কখন মেলেছে রুপালি ডানা
দ্যুতি ভরা তার দিপ্ত বাহার।
গোধুলি যেনো আজ চিত্তাকর্ষক
ধুলো মাখা তার রুপের গড়ন,
ধু ধু ফসলের মাঠটি পেরিয়ে
অপারে যে হয় সূর্য হরন।
গোধুলি পড়েছে রঙিন শাড়ি
পুরোটা জুড়ে যে নকশা কঠিন
ধুলিকনা মাখা তাহার আঁচল
হলুদাভ তার শাড়ির জমিন।
গোধুলি নেমেছে পথে প্রান্তের
আকাশে পড়েছে মেঘে মেঘে ভাজ
মেঘফুল তবু ফুটে ফুটে মেঘে
মোহনীয় রূপ ছড়ায়ে যে আজ।
জীবনের কলতান
পবনে লেগছে দোলা
বাতাস ছুটছে নীলে
আঁখি খুলে বসে আছি
জীবনকে ছেড়ে দিয়ে।
জীবনকে ছেড়ে দিয়ে চেয়ে থাকি আমি ঐ
ঘাসে ঢাকা ভূমিটাতে
কচুবন মাথা নাড়ে
জীবনের মতো করে।
আকাশে পাখিরা ওরে
নী...