It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
নড়াইল
চিত্রা নদীর তীরে গড়া শিল্প-সাহিত্য আর ক্রীড়ার পীঠস্থান নড়াইল বাংলাদেশের এক অনন্য জেলা। চিত্রশিল্পী এস এম সুলতান ও ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজার জেলা হিসেবে নড়াইল পরিচিতি পেয়েছে দেশ-বিদেশে। কৃষি, সংস্কৃতি ও আধুনিকতার মিশেলে গড়া এই জেলার প্রতিদিনের জীবন, উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা নিয়ে থাকে নানা খবর ও প্রতিবেদন। এই বিভাগে নড়াইলের ইতিহাস, মানুষের গল্প, স্থানীয় উৎসব ও চলমান ঘটনাবলি নিয়মিত তুলে ধরা হয়।