Monday, May 5
Shadow

মাগুরা

খেলাধুলা, কৃষি ও গ্রামীণ সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা মাগুরা বাংলাদেশের একটি শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় জেলা। দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা বহু প্রতিভার জন্মস্থান এই জনপদ। উর্বর ভূমি, পরিশ্রমী মানুষ ও ঐতিহ্যবাহী মেলা-উৎসব মাগুরাকে দিয়েছে স্বকীয়তা। এই বিভাগে মাগুরার তাজা সংবাদ, সামাজিক পরিবর্তন, উন্নয়ন কর্মকাণ্ড, মানুষের জীবনধারা ও স্থানীয় ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়, যা পাঠকদের সামনে তুলে আনে মাগুরার বাস্তব চিত্র।

It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.