It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
ভোলা
বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা নদী, সাগর ও মানুষের জীবনসংগ্রামের এক জীবন্ত চিত্র। মেঘনা ও তেঁতুলিয়ার স্রোতে গড়ে ওঠা এই জনপদ মৎস্যসম্পদ, কৃষি, গ্যাসসম্পদ ও প্রাকৃতিক বিপর্যয়ের বাস্তবতায় বিশেষ পরিচিত। ভোলার মানুষ প্রতিদিন বন্যা, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়ে টিকে থাকেন, আবার নতুন সম্ভাবনার খোঁজও করেন। এই বিভাগে ভোলার সর্বশেষ খবর, প্রাকৃতিক অবস্থা, জীবিকা, উন্নয়ন ও সীমান্তসংলগ্ন জীবনধারা তুলে ধরা হয় মানবিক ও বাস্তব দৃষ্টিকোণ থেকে।