Saturday, August 2
Shadow

রক্তাক্ত বাংলা

সজীম শাইন

প্রায় পাঁচশো বছর আগে

যে ভূখণ্ডে উচ্চারিত হয়েছিল 

“সবার উপরে মানুষ সত্য”–

সেই ভূখণ্ডে এখন মনুষ্যত্ব লঙ্ঘিত।

ব্রিটিশ আর পাকিস্তানি রাজত্বের

হয়েছে অবসান, 

ধর্ম-জাতি-গোত্রের ভেদাভেদে

মানুষের হয়েছে অপমান।

বৈষম্য আর ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষার দায়ে 

প্রতিশ্রুতি নিয়ে এলো জুলাই বিপ্লব 

রক্তাক্ত বাংলা — খণ্ডিত হলো আজ হিন্দু-মুসলমান।

দুর্গাপুর, নেত্রকোণা।

FacebookMastodonEmailShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *